রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৪ মে) বাচোর ইউনিয়নে রাজোর বøকে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির আওতায় কৃষক মাঠ দিবস অনূষ্ঠিত হয়।
এদিন দুপুরে ইউপি সদস্য উমের আলী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশিক্ষক কর্মকর্তা শামিমা নাজনিন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম। এছাড়াও প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক বিপ্লব,উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও শামিমা আকতার সহ শতাধিক কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।