ঘোড়াঘাট প্রতিনিধি\ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে ঘোড়াঘাট উপজেলার সকল প্রকার নির্বাচনী বীলবোর্ড অপসারন করার প্রক্রিয়া শুরু করেছে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে সহকারী (ভুমি) কমিশনার মাহমুদুল হাসানের নেতেৃত্বে একটি টিম ঘোড়াঘাট পৌরসদর আজাদ মোড় ও থানা রোডের সকল প্রকার বীলবোর্ড নামিয়ে ফেলে। নির্বাচনে সকল প্রকার অনিয়ম ও শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনারের এক আদেশে সারা দেশে রাজনৈতিক প্রচারের জন্য বিজ্ঞাপনি বীল বোর্ডগুলি অপসারন করা হয়। আগামী ৭ জানুয়ারী ভোট অনুষ্ঠিত হওয়ার দিন পর্যন্ত কেউ বীল বোর্ড লাগিয়ে প্রচার করতে পারবেনা বলে জানা গেছে।