মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা সহ প্রাক্তন সেনা, নৌ-বিমান, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, এমওডিসি, আনসার ও ভিডিপি এবং অন্যান্য সরকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সমন্বয় গঠিত, অরাজনৈতিক ও আত্ম কর্মসংস্থান মূলক প্রতিষ্ঠান ডিফেন্স এক্স সোলজারস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট, দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ পিপিএম-সেবা’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় করে।
এসময় সংগঠনের সহ সভাপতি নুর মোহাম্মদ, সেক্রেটারী আব্দুর রহমান, ৩য় উপদেষ্টা ও মানবাধিকার জেলা কমিটির সভাপতি মোঃ সাইফুল কাদির, সদস্য মোঃ মুশা শেখ, মোঃ শফিউদ্দীন ও আব্দুল মান্নান মত বিনিময় সভায় সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং আগামীতে সংগঠনের পরিকল্পনা নিয়ে ও জেলা প্রশাসন এবং পুুলিশ সুপারের কাছে সহযোগিতা চাইলে জেলা প্রশাসক বলেন, আপনারা দেশ ও জাতির কল্যাণে রাষ্ট্রতন্ত্রের অতেন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অবসরে গিয়েও সমাজ সংস্কারের কাজে যথেষ্ঠ অবদান রেখে চলছেন। আমাদের সর্বোত্র সহযোগিতা থাকবে। দেশ ও সমাজকে সুন্দর রাখতে আপনাদের সমস্ত ভালো কাজের সাথে প্রশাসন ছিলো এবং আগামীতেও থাকবে।