বুধবার , ১৭ মে ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে পুরুষ শূন্য বাড়িতে লুটপাট ভাংচুর সহ অগ্নিসংযোগের অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১৭, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শফিকুল ইসলাম \ দিনাজপুরের ঘোড়াঘাটে পুরুষ শূন্য এক বাড়িতে লুটপাট ভাংচুর সহ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার সময় ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী কইপাড়া এলাকার বাবুল আক্তার চৌধুরীর বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার বলগাড়ী শ্রীচন্দ্রপুর শাহাপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিকের সাথে দীর্ঘদিন থেকে তার আপন ভাই পাশ্ববর্তী গ্রামের বাবুল আক্তার চৌধুরীর সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
গত ১২ মে দুপুরে আবু বক্করসহ তার লোকজন নিয়ে বাবুল আক্তারের লাগানো জমিতে ধান কাটতে আসে। এতে বাবুল আক্তার ও তার পরিবারের লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবু বক্কর সিদ্দিক আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ে মিম আক্তার বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং-০৫। পুলিশ এ মামলায় বাবুল আক্তার সহ তার ৩ ছেলেকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। একইদিন বিকেলে আবু বক্কর সিদ্দিকের লোকজন বাবুল আক্তারের বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুটপাট সহ প্রায় ৪ বিঘা জমির ধান কেটে নিয়ে যায়।
এ ঘটনার জেরে গত সোমবার রাত আনুমানিক ৩টার সময় পুরুষ শূণ্য বাড়িতে কে বা কাহারা বাবুল আক্তার ও তার ছেলের ২টি টিনসেড ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সকালে প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিকের লোকজন বলগাড়ী শাহাপাড়া এলাকার বাবুল আক্তার ও তার ছেলের লাগানো করলা, পটল ও বিভিন্ন রবি শস্যের ক্ষয়ক্ষতিসহ প্রায় ১ বিঘা জমির ধান কেটে নিয়ে যায়। এসময় তার বাড়ির লোকজনকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করেন। এতে পুরুষ শূণ্য বাড়িতে বাবুুল আক্তারের স্ত্রী, কন্যা ও পুত্র বধুসহ শিশু সন্তানরা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হই। এতে গোয়াল ঘরসহ ২টি টিনসেড ঘর পুড়ে যায়। পরিবারের লোকজনের সাথে মামলা চলমান থাকায় বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, ভাংচুর ও অগ্নিসংযোগ সহ ধান কাটা বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​পিইসি-ইফতেদায়ি পরীক্ষা বাতিলে প্রধানন্ত্রীর কাছে প্রস্তাব

হাবিপ্রবি’র প্রধান ফটকে যাত্রী ছাউনিতে ভূমি সূতার উদ্দ্যোগে ভাষা সৈনিক কমরেড আসলেহ্ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগারের দ্বিতীয় শাখা উদ্বোধন

রাণীশংকৈলে পাহারায় চলে, এক সাটারে দোকানদারি !

পীরগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

বীরগঞ্জে বিরল প্রজাতির মৃত নীল গাই উদ্ধার, দেখতে জনতার ভিড়

রাণীশংকৈল সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা

হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির কমিটি গঠন সাদিক সভাপতি-জোবায়ের সম্পাদক

খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আটোয়ারীর শিশু শিক্ষার্থী কামরুজ্জামান জেলা পর্যায়ে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম