নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৪ সদসদ্যকে আটক করেছে। গত মঙ্গলবার দুপুরের পর থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দড়িতাজপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম(৩৬) ছোট ছত্রগাছা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম(২০) বড় দাউদপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে রাজা মিয়া(৪৫) ও নিচপাড়া গ্রামের মৃত আঃ মতিনের ছেলে আব্দুল্যা আল মামুন মিঠু(৫৬)। পুলিশ জানায় গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ওষুধ কোম্পানীর প্রতিনিধি ইবনে মাসুদ নামে এক ব্যক্তি একটি ডিসকভার ১০০ সিসির কালো রংয়ের মোটর সাইকেল চুরি হয়। এ ব্যাপারে তিনি নবাবগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করেন। এরপর থেকে পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় চোর চক্রের সদস্যদের সনাক্ত সহ অভিযান পরিচালনা করে আটক সৌরভের বাড়ী থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার সহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।