বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রানীশংকৈলের ধর্মগড় ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১৮, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষনা করা হয়েছে। গতকাল ধর্মগড় ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষনা দেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।

ইকো সোশ্যাল অর্গানাইজেশন(ইএসডিও) ও আইএলও এর সহযোগিতায় মাঠ পর্যায়ে কাজ করে রানীসংকৈলের ধর্মগড় ইউনিয়নকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। এ সময় ঝুকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত ছয় শিশু শিক্ষার্থীদের একটি করে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়। নতুন ব্যাগ পেয়ে তারা উচ্ছাস প্রকাশ করেন।

নতুন করে স্কুলে যোগ দেওয়া এক শিক্ষার্থীর মা আনোয়ারা জনায়, আমার ছেলে নিয়মিত স্কুলে যেতে চাইতেন না। এক পর্যায়ে সে ঝুকিপূর্ণ কাজে যোগ দেয়। পরে ইএসডিও’র এক আপা এলাকার মুরুব্বীদের নিয়ে আমার ছেলেকে আবারো স্কুলে পাঠায়। এখন সে নিয়মিত স্কুলে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, আত্র এলাকার শিক্ষক তোফাজ্জল সরকার, জানে আলম শিক্ষক, সমাজসেবক গোলাম রব্বানি সহ আত্র ইউনিয়নের শতাধিক ব্যক্তিবর্গ

সর্বশেষ - ঠাকুরগাঁও