ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কোমলমতি শিশুদের সাথে আনন্দ উৎসব ও শুভেচ্ছা বিনিময় করেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বুধবার দুপুরে উপজেলার আবিবেরপাড়া গ্রামের মাহালীপাড়া গ্রামে কোমলমতি শিশুদের সাথে বড়দিনের কেক কাটেন তিনি। এসময় তিনি উপস্থিত শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন শিশুরা ফুলের মতো। ফুলকে যেমন যতœ করলে সুবাস ছড়ায়, তেমনি শিশুদেরকে যতœ করলে সমাজ বিকশিত হবে।
পরে তিনি এলাকার কোমলমতি শিশুদের জন্য বিকেল করে বিশেষ ভাবে পাঠদানের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।অনুষ্ঠানে তার সঙ্গে চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল আল মামুন কাওসার শেখ,জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রেজওয়ান আসিফ,ঘোড়াঘাট থানার ওসি মো.নাজমুল হক, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাবেক ইউপি সদস্য সরলা হেমরম প্রমূখ উপস্থিত ছিলেন।
হাকিমপুর
হাকিমপুর(দিনাজপুর)প্রতিনিধি\নানা কর্মসূচিরমধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন জামতলী মিশনে শত শত খ্রিস্টান ধর্ম অনুসারীদের উপস্থিতিতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। সকল খ্রিস্টান অনুসারীদের নিয়ে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন ঢাকা থেকে আসা ফাদার নিত্য এক্কা। দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিস্টান সম্পাদয়ের বেশ সংখ্যক নারী পুরুষরা অংশগ্রহন করেন।
কাহারোল
কাহারোল (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের কাহারোলে বড় দিন উপলক্ষ্যে বিভিন্ন গীর্জা পরিদর্শন করেছেন ইউএনও। বুধবার সকাল ১১টার সময় কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গীর্জা ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) মোঃ বোরহান উদ্দিন। তিনি উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রাম, রামচন্দ্রপুর ইউনিয়নের তেলিঙ্গীর বাজার, ডাবোর ইউনিয়নের উত্তর নওগাঁ ও রসুলপুর ইউনিয়নের তরলা,তারগাঁও ইউনিয়নের কাঠনা গ্রামসহ বিভিন্ন গ্রামে অবস্থিত গীর্জা ঘরগুলো পরিদর্শন এবং তাদের বিভিন্ন ধরনের খোঁজ-খবর নেন ও মতবিনিময় করেন। গীর্জাঘর পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনস এর সভাপতি ও পাসটর রবীন মার্ডী, রেভাররেন দিলীপ রায়, পাসটর যোশেফ হাসদা, রঞ্জন মূরমুু, রয়েল বেশার, ইউএনও অফিস স্টাফ মোঃ আব্দুল মালেক, সাংবাদিক এম,এ জলিল শাহ্ ও মোঃ ইব্রাহীম খলিল সোহাগ প্রমুখ।জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নে ৭০টি গীর্জায় যীশু খিষ্টের জন্মদিন(বড় দিন) উৎসব অনুষ্ঠিত হয়।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে জাকজমকপূর্ণভাবে শুভ বড়দিন-২০২৪ উদযাপন করা হয়েছে। এবার এ উপজেলার মোট ৮৩টি চার্চে পৃথক পৃথকভাবে বড়দিন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রার্থনা অনুষ্ঠান, আলোচনা সভাসহ ভক্ত ও অতিথিদের আপ্যায়ন করানো হয়।
২৫ ডিসেম্বর-২০২৪ বুধবার রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী খ্রীষ্টরাজার গির্জা (ক্যাথলিক চার্চ) এ শুভ বড়দিন উদযাপনে দেশী-বিদেশী অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার সভাপতি জীবিত দেব শর্মা জানান, প্যারিস সুইহারী মিশনের ফাদার পাওলো, নাওমী, নান্দোনিয়ন্তা সরেন, কার্টিটিস মাস্টার জাকব মার্ডি, পাতরাস কুজুর, উড়াও সম্প্রদায়ের প্রতিনিধি সহকারী কার্টিটিস মাস্টার দানিয়্যাল দিলিপ তিগ্যাসহ স্থানীয়দের নিয়ে বড়দিন উদযাপন করা হয়।
বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভুবন মহন্ত জানান, উপজেলার সকল গীর্জায় বড়দিন উদযাপনের জন্য সরকারিভাবে সহযোগিতা পাওয়া গেছে। সবমিলে জাকজমকপূর্ণভাবে বড়দিন উদযাপন করা হয়েছে।