বুধবার , ৭ জুন ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মহিলা পরিষদের বৃক্ষ রোপণ কর্মসূচীতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের উচিত সাধ্য মতো গাছ লাগানো

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৭, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে‘সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাষ্টিক দূষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের পাটুয়াপাড়ায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম-এর সঞ্চালনায় বক্তারা বলেন, আমাদের পরিবেশ রক্ষায় গাছপালার ভ‚মিকা অপরিসীম। প্রত্যেকটি প্রাণীই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃক্ষ বা উদ্ভিদের ওপর নির্ভরশীল। এক কথায় বৃক্ষ ছাড়া পৃথিবীতে জীবজগত অকল্পনীয় ব্যাপার। পরিবেশ রক্ষায় বৃক্ষের ভ‚মিকা ব্যাপক। বৃক্ষ বাতাসে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বক্তারা আরও বলেন, বর্তমানে আমরা যে পরিবেশ সংকটে ভুগছি তার জন্য আমরাই দায়ী। তাই এ সংকট থেকে মুক্তির জন্য প্রত্যেকেরই কিছু করণীয় আছে। নগরায়ন, শিল্পায়ন, কৃষির আধুনিকীকরণ ইত্যাদির ফলে পরিবেশ সংকট বেড়েই চলেছে।
এ ক্ষেত্রে বৃক্ষ সবচেয়ে গুরুত্বপ‚র্ণ ও কার্যকর ভ‚মিকা পালন করতে পারে। তাই প্রত্যেকের উচিত বৃক্ষপোণের মৌসুমে বাড়ির আশপাশে কিংবা খোলা জায়গায় সাধ্য মতো গাছ লাগানো। তবেই পরিবেশ ভালো থাকবে। ভালো থাকবে আমাদের জীবন ও স্বাস্থ্য।
বৃক্ষ রোপণ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন, রওশন আরা, মিনতি ঘোষ, নুরননাহার নিলু, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, প্রচার সম্পাদক জেসমিন আরা, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম, সদস্য রোকসানা বিলকিস, রেহেনা বেগম, সিবানী উড়াও, আয়েশা বেগম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ের মায়ের ইন্তেকাল

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

নৌকা উন্নয়নের প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ নাজমা শিরিন।

রাণীশংকৈলে সমতল আদিবাসিদের মাঝে গরু বিতরণ

হরিপুরে দুর্নীতিবিরোধী, নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালিত

৮-এর ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দূর্ভোগে নিম্ন আয়ের মানুষ, তীব্রতা বাড়ার সম্ভাবনা

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বীরগঞ্জে অগ্নিকান্ডে ৪০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

বীরগঞ্জে গোরস্থানের ব্যবহিত রাস্তায় ঘরবাড়ি নির্মাণের বিরুদ্ধে গণসাক্ষর