রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (২০ মে) উপজেলা কৃষক লীগ কৃষকের ধান কাটা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এদিন দুপুরে উপজেলার রাউত নগর রাজশাইয়া পাড়ায় কৃষক আতাউর ও তোফাজ্জুল ইসলামের ৬৬ শতাংশ জমির ধান কেটে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ চৌধুরী রিংকু। এসময় ধান কাটা কার্যক্রমে অংশ গ্রহণ করেন জেলা কৃষক লীগ নেতা শেখ রফিকুল ইসলাম সিজার, ওয়ালিউর রহমান বাবু ও রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী, সম্পাদক দিগেন্দ্রনাথ রায়সহ জেলা ও উপজেলা
কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মীরা।
কার্যক্রম পর্যবেক্ষণে বিটিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, দেশ টিভি জেলা প্রতিনিধি শাকিল আহাম্মেদ। প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, যুগ্ন সম্পাদক খুরশিদ আলম শাওন,সহ-সভাপতি হুমায়ুন কবির, প্রচার সম্পাদক বিজয় রায়, সদস্য সফিকুল ইসলাম, তাহেরুল ইসলাম, অভিষেক রায় সহ ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন