বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা ছাত্রলীগ অসহায় এক বিধবা মহিলা কৃষকের ধান কেটে দিয়েছে। গতকাল শনিবার বোদা পৌর শহরের ২ নং ওয়ার্ডের ইসলামবাগ এলাকার দরিদ্র কৃষক সাহেরা বেগমের ২ বিঘা বোরো ধান কেটে তার বাড়িতে পৌছে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবায়েত হোসেন সুবুজ ও সাধারণ সম্পাদক আনজাম পিয়ালের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী ছাত্রলীগের কেন্দ্রীয় নিদেশনা মোতাবেক অসহায় কৃষকদের ধান কাটা কাজে অংশ নেয়।