হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা পরিষদের সার্বিক তত্তাবধানে আজ শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে “মিনা দিবস” পালিত হয়।
কর্মসূচির মাঝে ছিল শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল সাজে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ চত্তরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে সভায় দিবসটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
সভায় আরও বক্তব্য রাখেন হরিপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এম এস রবিউল ইসলাম সবুজ,সহকারী শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান, সহকারী শিক্ষা অফিসার মন্জুরুল ইসলাম,হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা আখতারা বানু, ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার, দিহট্ট ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলেমান আলী, তারবাগান গুচ্ছ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।