সোমবার , ২২ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২২, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ

“স্মার্ট ভূমি সেবায ভূমি মন্ত্রণালয” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” ¯েøাগানকে সামনে রেখে সোমবার দিনাজপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে ভ‚মি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার থেকে ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শেখ জিন্নাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, সেবাগ্রহীতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম।
অনুষ্ঠানের শুরুতেই সবার অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী শেষে প্রধান অতিথিসহ সকলে ফিতা কেটে ও ব্যালুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত ভূমি সেবায় সংক্রান্ত বিভিন্ন বুথ পরিদর্শন করেন। উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জনসচেতনতামূলক সভায় আগত অতিথি এবং সেবাপ্রার্থীদের সামনে স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ তোলে ধরা হয়। একই সাথে ২০২৬ সাল নাগাদ ভূমি মন্ত্রণালয় এর লক্ষ্য অবহিত করা হয়। সভা শেষে সকলের উপস্থিতিতে ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয় এবং সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। পরে বডপুকুরিযা কযলা খনি ও ইন্ডিযা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মান প্রকল্পে অধিকরনকৃত জমির ক্ষতিগ্রস্ত ৪৩ জন মালিকদের মাঝে মোট প্রায ১০ কোটি টাকার চেক বিতরণ তুলে দেন অতিথিবৃন্দ।
চলমান সেবা সপ্তাহ উপলক্ষে স্থাপিত ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বুথের মাধ্যমে নামজারি-জমাখারিজ, খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর প্রদান সেবাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃস্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রদিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউএনও মো. রাফিউল আলমের সভাপতিত্বে ও এসিল্যান্ড মো. মাহামুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার প্রমুখ।
বীরগঞ্জ
বীরঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম। পরে অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ করে একই স্থানে জনসচেতনতামূলক সভায় মিলিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত¡রে এসে শেষ হয়। এছাড়াও ভূমি বিষয়ক পরামর্শ সেবা ও ভূমি সেবা প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভুমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক।
সহকারি কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আলিম সরকার, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস্ চেয়ারম্যান লায়লা বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন গোলাপ প্রমূখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামীতে এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকবে দেড় ভরি সোনা চতুর্থ দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মা ইলেকট্রনিস

তীব্র তাপদাহেও চলছে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি সেচ প্রকল্প নিরবিচ্ছিন্ন সেচ দিতে পেরে খুশি কৃষক

বোদায় সুপারির ফলন ভাল হয়েছে, দামও ভাল

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দিনাজপুরে খোলা মাঠে বিশেষ নামাজ আদায়

আটোয়ারীতে গোরস্থান হতে ০৭ টি কঙ্কাল চুরি

বারবিট নামে ইনজেকশন ১৬ টাকার ইনজেকশন কিনতে হল ৮০০ টাকায়

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

রাণীশংকৈল রামরাই দিঘী বিনোদন পার্কের উদ্ধোধন

কাহারোলে বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল