পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, এটিও নির্মল গোস্বামী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নুরনবি চঞ্চল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।