ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বণাঢ্য র্যালি আলোচনা সভাসহ দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে ১১ টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ইউএনও মো. রাফিউল আলমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসিল্যান্ড মো. মাহমুদুল হাসান, ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈসা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদের আলী, মেডিকেল অফিসার ড. পার্থ জ্বীময় সরকার, ডা. মো. সা-আদ আস সামস, ডা. সামীম উদ্দিন মাসুম ও শিক্ষক মনোরঞ্জন মহন্ত প্রমুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। পরে বঙ্গবন্ধু জীবনী উপর কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।