মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে হত্যা মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৩০, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

দিনাজপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
হত্যা মামলার ২৫বছর ৯মাস ২৬দিন পর এ রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গ্রামের আফজাল হোসেন ও উত্তর ভোলানাথপুর গ্রামের আব্দুল লতিফ এবং উত্তর ভোলানাথপুর গ্রামের কাচুয়া শাহ ওরয়ে মখা শাহর ছেলে শামশুল ওরফে শামসুল হক।
মামলার বাদী আরজিনা বেওয়া এজাহারে উল্লেখ করেন,তার স্বামী তজিমুদ্দিন ১৯৯৭ সালের ৩১জুলাই কারেন্টহাটে সামসুদ্দিনের মিলে পাহারা দেওয়ার জন্য যান। এরপর তিনি নিখোঁজ হন। ৩ আগস্ট বাড়ির অদুরে দামুদার পুকুরে তজিমুদ্দিনের মরদেহ পাওয়া যায়।
এঘটনায় স্ত্রী আরজিনা বেওয়া ওই বছরের ৬আগস্ট চিরিরবন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাত জনের নাম উল্লেখ করা হয়। মামলার তদন্ত শেষে পাঁচজনের নাম উল্লেখ করে পুলিশ আদালতে চার্জশিট দেয়। এরমধ্যে একজন আসামির মৃত্যুর কারণে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া আসামি আব্দুল কাফির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে খালাস দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট হাসনে ইমাম নয়ন ও মোস্তাফিজুর রহমান টুটুল এবং আসামি পক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস সামাদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রহস্যে ঘেরা সেই বারমুডা ট্রায়াঙ্গেলে এবার ২০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ!

চিরিরবন্দরে কোচের ধাক্কায় নারী নিহত, শিশুসহ আহত ২

লক্ষ্যমাত্রার দ্বিগুণ গম আবাদ হচ্ছে তেঁতুলিয়ায়

ঠাকুরগাঁও পৌরসভার নতুন রাস্তার কাজ পরিদর্শনে মেয়র

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারণ সভা

কেবিএম কলেজে ওরিয়েন্টশন ক্লাস ও নবীন শিক্ষার্থীদের বরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে সুধীজনদের সন্মানে ইফতার মাহাফিল অনুষ্ঠিত

বিরামপুরে বরযাত্রীর বাসের সাথে বাইকের  সংঘর্ষে পুলিশসদস্যসহ নিহত-২

বিরামপুরে বরযাত্রীর বাসের সাথে বাইকের সংঘর্ষে পুলিশসদস্যসহ নিহত-২

পীরগঞ্জে ভূমি তথ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি অবস্থায় এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার,হাসপাতালে ভর্তি