বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। বোচাগঞ্জ উপজেলার উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ে সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, গণ্যমান্য, ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গের সাথে নবাগত বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার মত বিনিময় সভা করেন।
আজ ৫ জুন সোমবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হাসান সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী, মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মঙ্গলপুর মাইনুল হাসান কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, সেতাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
নবাগত বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার বোচাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের সকল মহলেন সহযোগিতা কামনা করেন।