দিনাজপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বালুবাড়ী এমবিএসকে মিলনায়নতনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশসক (রাজস্ব) মো: আনিচুর রহমান।
দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: মুসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: মো: আরোজ উলাহ,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ বেগম,জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রোস্তম আলী।
অনুষ্ঠানে সাংবাদিক,ক্যাব,এনজিওসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।