সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈল দিনের বেলা বাড়িতে চুরি করতে গিয়ে আটক- ১

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের শাহাজাহান মাষ্টারের বাড়িতে ১আগষ্ট সোমবার দিন দুপুরে চুরি করতে গিয়ে প্রতিবেশির হাতে আনোয়ার হোসেন (১৮) নামে এক জন আটক হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার’কে আটক করে থানায় নিয়ে আসে। আটক কৃত আনোয়ার হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের নওশাদ আলীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, ভোলা পাড়া গ্রামের শাহাজাহান আলী ও তার স্ত্রী দু’জনেই স্কুলের শিক্ষক।

ঘটনার দিন তাঁরা সকালে বাসায় তালা দিয়ে নিজ নিজ স্কুলে চলে যান। এ দিন দুপুর ১২টার দিকে আনোয়ার ও তাঁর এক সহযোগী শাহাজানের বাড়িতে গিয়ে তালা ভেঙ্গে ভিতরে ঢুকার সময় আশপাশের লোক শব্দ শুনতে পায়। মুক্তারুল নামে এক প্রতিবেশী দ্রুত এসে আনোয়ার’ নামে চোরকে ধরে ফেলে। এ সময় আনোয়ারের সহযোগী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এব্যাপারে পুলিশের এস আই মিজান বলেন,আটক কৃত আনোয়ার থানায় আছে সে চুরি করতে যাওয়ার কথা শিকার করেছে।তবে এ নিয়ে এখনো থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি মর্মে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও