শুক্রবার , ৯ জুন ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী ইমাম সাহেবরা আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৯, ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ণ

জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ প্রতিরোধে যথেষ্ট ভ‚মিকা রাখতে পারেন
দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের ধর্মীয় নেতা। আর্থ-সামজিক উন্নয়নের পাশাপাশি তারাই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ প্রতিরোধে যথেষ্ট ভ‚মিকা রাখতে পারেন।
বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার উত্তর গোবিন্দপুর ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে ১১০৪তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্যে রাখেন চিপ মনিটর মোঃ আব্দুল মোমেন। হামদ-নাত পরিবেশন করেন মোঃ মজনু। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মোজাফ্ফর হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ সহকারী, ইমাম প্রশিক্ষণ একাডেমির মোঃ আজাদ কামাল রনি। সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার বলেন, ইমাম সাহেবরা এই প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাবেন। এছাড়া ইসলাম প্রচারের পাশাপাশি মানুষের কল্যাণে এবং আত্মকর্মসংস্থানের সুযোগও আপনাদের মাঝে সৃষ্টি হবে। শেষে রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুরহাট জেলা হতে আগত ১০০জন প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা বাক্স বিতরণ করেন প্রধান অতিথি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃ যোগদান বন্ধের দাবিতে মান’বব’ন্ধন

তেঁতুলিয়ায় হঠাৎ শিলাবৃষ্টি

বীরগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা

শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনে অচল হাবিপ্রবি, সেশন জটের আশঙ্কা

ফুলবাড়ীতে মাটি খনন করেই কাজ বন্ধ, কাঁদা ভরা সড়কে জনদুর্ভোগ

শিশুস্বর্গের নতুন ছাতা পেয়ে আনন্দে শিশুরা

ঠাকুরগাঁয়ে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ

বীরগঞ্জে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন

দেশের সর্বোচ্চ ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড দিনাজপুরে অঝরে ঝরছে বৃষ্টি, রাস্তায় জলাবদ্ধতা

পীরগঞ্জে সাংবাদিককের সাথে জেলা পরিষদ সদস্য প্রার্থী গিয়াসের মতবিনিময়