পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২১শ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরে আয়োজনে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, এমপি প্রতিনিধি ফয়জুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপ-সহকারি কৃষি অফিসার মোফাজুল হক প্রমুখ। পরে ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিদ ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ও গ্রীষ্মকালিন পেঁয়াজের উৎপাদনের লক্ষে এসব বীজ ও সার বিতরণ করের অতিথি বৃন্দ।