রবিবার , ৯ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি এম এ কুদ্দুস ও সাধারণ সম্পাদক শামু নির্বাচিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৯, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে এম এ কুদ্দুস সরকার ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকালে প্রেসক্লাবের নিজস্ব ভবনে সাধারণ সভায় প্রেস ক্লাবের দাতা সদস্য ও বিরল পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি বার্ষিক নির্বাচনে কন্ঠভোটের মাধ্যমে এম, এ কুদ্দুস সরকার (দৈনিক করতোয়া ও দৈনিক প্রতিদিন)কে সভাপতি, মোজাম্মেল হক শামু (দৈনিক খোলা কাগজ) কে সাধারণ সম্পাদক ও নুরে আলম সিদ্দিকী (দৈনিক ভোরের ডাক) কে কোষাধ্যক্ষ করে ৭ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের আজিবন সদস্য বিশিষ্ট শিল্পপতি এম, আব্দুল লতিফ, সাজ্জাদ হোসেন সাজু ও বিরল পেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রমা কান্ত রায়, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিরল প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম (দৈনিক ভোরের দর্পন), সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান ( দৈনিক যুগান্তর) ও মোহনা টিভির জেলা প্রতিনিধি সুবল রায় প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও