দিনাজপুর প্রতিনিধি \
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপকবৃন্দের জন্য“স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড.এস. এম. হারুন-উর-রশীদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। রিসোর্স পার্সন ছিলেন আই.ইউ.বি.এ.টি এর আইকিউএসি’র ডিরেক্টর ও স্ট্যাটিস্টিকস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খোন্দকার সাইফ উদ্দিন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি জ্ঞান সৃষ্টি করতে হবে, জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে গবেষণার কোন বিকল্প নেই। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি অন্যতম প্রধান কাজ হলো গবেষণা। যেকোন গবেষণা প্রবন্ধ তৈরি করার ক্ষেত্রে রিসার্চ ম্যাথড খুবই গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে থাকে। রিসার্চ ম্যাথডে ভুল হলে পরিশ্রমের কোন ম‚ল্য থাকেনা। এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর ভ‚মিকা অপরিসীম। আশা করি আজকের এই প্রশিক্ষণ থেকে আপনারা গুরুত্বপ‚র্ণ কিছু বিষয় জানতে পারবেন।
তিনি বলেন, আপনাদের সোনার মানুষ হিসেবে কাজ করতে হবে। এই সোনার মানুষদের সাথে নিয়েই জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।