দিনাজপুরে চাল ডাল তেল লবন আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গনতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ,তত্বাযধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বেগম জিয়া ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবীতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৪টার দিকে জেল রোডস্হ কার্যালয় থেকে মিছিল বের করে শান্তিপূর্ণ ভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন তারা।
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহারা। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদের জেলে আটকে রাখা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করা হবে।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি আলহ্জ্ব মাহবুব আহম্মেদ, খালেকুজ্জামান বাবু, মোজাহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মুরাদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান বাদশা, আমিনুল ইসলাম মুন্নাসহ পদযাত্রায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভা হতে আগত বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।