মোঃশামসুল আলম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধ!! দিনাজপুরের সেতাবগঞ্জ বড় মাঠে ২রা আগস্ট শনিবার আনুষ্ঠানিকভাবে সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। বিকাল ৫টায় বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার।