বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ- উল-আযহা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা কার্যালয়ে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে সোমবার (১৯ জুন -২০২৩) সকালে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন হতদরিদ্র পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করেন পৌর মেয়র মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাজেদুর রহমান, পৌর কাউন্সিলর আব্দুল বারেক, আব্দুল আহাদ, মুক্তার হোসেন,কবির, বনমালী রায়, আব্দুল্লাহ মামুন হাবিব, তাইজুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছাঃ ফুলেশা বেগম, মোছাঃ নার্গিস আক্তার কেয়া, মোছাঃ সাবিনা ইয়াসমিন প্রমুখ। বীরগঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন হতদরিদ্রদের পরিবারের মাঝে সকল ওয়ার্ডের কাউন্সিলরের সমন্বয়ে শান্তিপুর্ণ পরিবেশে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফয়ের চাল প্রদান করা হয়েছে।
Bkash
Bkash Gosh