পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পুলিশ লাইনস ড্রীল সেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক পঞ্চগড় জেলা শাখার সভানেত্রী মনিরা ইয়াসমিন আঁখির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক রংপুর রেঞ্জের সভানেত্রী জেসমিন মাহমুদ ও পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, সেকেন্ড অফিসার কাইয়ুম আলীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।