পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট। ওই ইউনিয়নের বাসিন্দা শ্যামল চন্দ্র শর্মার হাতে ফরম দিয়ে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে শতাধিক নতুন সদস্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম সাধারন সম্পাদক জালাল উদ্দীনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় পঞ্চগড়েও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশে আমাদের এই কর্মসূচি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রম চলবে।