বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ জুন-২০২৩) সকাল ১০টায় বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে বীরগঞ্জ সোস্যাল মোটিভেশন সার্ভিস আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, টিম বিল্ডিং ও লিডারশিপ বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। বীরগঞ্জ সোস্যাল মোটিভেশন সার্ভিসের সভাপতি মি. কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহম্মেদ, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার আবু তাহের, বীরগঞ্জ সোস্যাল মোটিভেশন সার্ভিসের নির্বাহী পরিচালক দীপংকর বর্মন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ দোলোয়ার হোসেন, সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল, বীরগঞ্জ, দিনাজপুর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঝর্না রায়, সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল,পীরগঞ্জ, ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ তাজনীন বেগম।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে টেকসই উন্নয়ন অভিষ্ট ২০৩০এর ১৭টি লক্ষ্যমাত্রার উপর টক শো ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী সেমিনারে ১০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং আদিবাসী নৃত্য অনুষ্ঠানের মধ্যেদিন অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে।