শনিবার দিনাজপুর সঙ্গীত মহাবিদ্যালয়ে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চার বছর মেয়াদী সমাপনী কোর্সের বিভিন্ন বিষয়ের উপরে বার্ষিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন বলেন,২৪ ডিসেম্বর দিনাজপুর সঙ্গীত কলেজে গিটার, নাটক, আবৃত্তি, নৃত্য কলা, তবলা, বেহালা, চারুকলা, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষায় প্রায় ৩শ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।
গত ১৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষক সন্ধ্যা দাস, সাধারন সঙ্গীত প্রশিক্ষক সুজন কুমার দে, বিমান দাস, চারুকলা প্রশিক্ষক হিসেবে মোঃ রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, নৃত্যকলা প্রশিক্ষক মাহমুদা খাতুন ইতি, নাট্যকলা প্রশিক্ষক হিসেবে সম্বিত সাহা সেতু, তবলা প্রশিক্ষক নোটন সরকার, তবলা যন্ত্র সহকারী রানা কুমার পন্ডিত, রতন দাস, ভায়োলিন প্রশিক্ষক বাবুল ইসলাম, গীটার প্রশিক্ষক আক্তার হোসেন, নৃত্যকলা প্রশিক্ষক অমিতাব সরকার ও চারুকলা প্রশিক্ষক রাকিউর রহমান পায়েল।