ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের দুরামারি নামক স্থানে ট্রাকচাপায় শামসুদ্দিন (৬৫) নামে একজন সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুদ্দিন হোসেন সদর উপজেলার মাতৃগাঁও এলাকার বাসিন্দা।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, মাতৃগাঁও থেকে একটি সাইকেলে যোগে শহরের আড়তে আসছিল শামসুদ্দিন। পথিমধ্যে দুরামারী নামকস্থানে পৌছলে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।