শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর সদর-৩ আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ফরহাদ আলম-এর নির্বাচনী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

দিনাজপুর সদর-৩ আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী
হাফেজ মাওলানা ফরহাদ আলম-এর নির্বাচনী
মতবিনিময় ও দোয়া মাহফিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ফরহাদ আলম ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার যোহর নামাজ শেষে তার বাড়ির এলাকা মিস্ত্রিপাড়ায় অবস্থিত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় তার দলীয় প্রতীক মিনার মার্কা নিয়ে একটি মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় ইসলামী ঐক্যজোট দিনাজপুর সদর -৩ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ফরহাদ আলম তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার আমাদের কন্ঠ রুদ্ধ করে রেখেছে, আমাদের মতের বহিঃপ্রকাশ করতে দিচ্ছে না, কোন জায়গায় স্বাধীনভাবে চলাচল এবং নিজের মনের কথা প্রকাশ করতে পারছি না, এই নির্বাচনে আমরা প্রতিদ্ব›িদ্ব হিসেবে দাঁড়িয়েছি এবং নির্বাচনী প্রচারণা মাধ্যমে বিভিন্ন স্থানে মনের না বলা কথা বহিঃপ্রকাশ করতে পারছি। আমরা আশাবাদী এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। তাই আপনারা নিজ নিজ স্থান হতে নির্বাচন কেন্দ্রে যাবেন এবং আপনার মনের মত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মতবিনিময় সভা শেষে একটি দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও