বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার
সঙ্গীত শিল্পী আখতারা বেগমের
একক মৌলিক গানের অনুষ্ঠান
মঙ্গলবার সন্ধায় বর্নিল আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সঙ্গীত শিল্পী আখতারা বেগম রচিত একক মৌলিক গানের অনুষ্ঠান হূদয়ে সুরের স্পন্দন সঙ্গীতানুষ্ঠান।
দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে সঙ্গীত শিল্পী কল্যান পরিষদ দিনাজপুরের আয়োজনে সঙ্গীত কল্যান পরিষদের উপদেষ্টা ও দিনাজপুর চিরিরবন্দর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আখতারা বেগম ছাড়াও অনুষ্ঠানে অন্যানের মাঝে আরো সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডা: শহিদুল ইসলাম খাঁন,হাসান আলী শাহ,মো: মোকসেদ আলী, ফরহাদ আহমেদ, শফিকুল ইসলাম বকুল, প্রশান্ত কুমার রায়,সারোয়ার হোসেন,মো: সবুজ,শিমুল কর্মকার,হাফিজা শারমিন সুমি,পম্পি সরকার,মাসুদা খাতুন,বর্ণমালা ইসলাম ও ডা: তাওহীদা আখতার তিথি প্রমুখ।