বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ইউপি সদস্য কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ইউপি সদস্য অজিবুল ইসলাম কতৃক উপজেলার ৯৫ নং মাহাতাবপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাস্তায় আটক করে চার্জ ও অশ্লীল ভাষা প্রয়োগ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে । বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবরে আনিত অভিযোগের বিষয়ে প্রকাশ থাকে যে, গত ৮ সেপ্টেম্বর, ২০২২ ইং তারিখে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গীতা রানী সরকার ৯৫ নং মাহাতাবপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন। ঐদিন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ ইয়াহিয়া সংশ্লিষ্ট মহোদয়ের কাছে অর্ধদিবস ছুটি গ্রহণ পূর্বক বিদ্যালয় ত্যাগ করে বাড়ি যাওয়ার পথে গোলাপগঞ্জ বাজারের উত্তর পার্শ্বে সেমি- অটো রাইস মিল সংলগ্ন ফিডার রোডে দুপুর ১ টার পরে উক্ত জায়গায় মরিচা ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য অজিবুল ইসলাম আকস্মিক ভাবে এই প্রধান শিক্ষকের মোটরসাইকেল গাড়ির সামনে এসে পথরোধ করে চার্জ করা সহ উচ্চস্বরে অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকেন এবং জোরপূর্বক গাড়ির চাবিও উঠিয়ে নেয়। উল্লেখ্য যে, উক্ত ঘটনায় সরকারি ও ব্যক্তিগত,সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন এবং মর্যাদা হানিকর অবস্থার বিষয়ে অত্র ইউনিয়নের দায়িত্বশীল সহ উপজেলার দায়িত্বরত শিক্ষকদের সাথে মতবিনিময় করে উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য গোলাপগঞ্জ ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাক্ষরিত শীটের সংযুক্তিসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ ইয়াহিয়া। এমতাবস্তায় বিষয়টির সত্যতা রয়েছে মর্মে ১৩ সেপ্টেম্বর অভিযোগের আবেদন কপিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গীতা রানী সরকার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বিনিত সুপারিশ করে স্বাক্ষর করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ ইয়াহিয়া এর সাথে কথা হলে তিনি জানান, স্থানীয় ইউপি সদস্য অজিবুল ইসলাম সহ একটি কুচক্রীমহল তাদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষে উদ্দেশ্য প্রনোদিতভাবে তার বিরুদ্ধে স্বরযন্ত্রে লিপ্ত হয়ে সরকারি,ব্যক্তি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অপপ্রয়াস চালানো সহ অতিউৎসাহিত হয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা আদৌও সঠিক নয়। তাই স্বরযন্ত্রকারীদের ঘৃন্যকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এহেন কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মানবাধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালা

হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন

পিঠে সিলিন্ডার বেঁধে মাকে নিয়ে হাসপাতালে ছুটছেন ছেলে, ছবি ভাইরাল

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার বৃক্ষরোপন উদ্বোধন

রানীশংকৈলে শিক্ষকের কাছে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ শ্লীলতাহানির ঘটনায় মামলায় আটক- তুলা রাম পাল !

বীরগঞ্জে প্রখ্যাত নাট্যকার গনেশ দাসের দুর্দিনে পাশে নেই কেউ

বোচাগঞ্জে তারুণ্যের উৎসব দিনব্যাপী মেলা ও জুলাই ৩৬ এর চিত্র প্রদর্শনী সমপন্ন

খানসামায় পরিবার পরিকল্পনায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান

দিনাজপুরে উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি এর নতুন কমিটি মোকসেদ আলী-সভাপতি ও সদস্য সচিব আতিকুর রহমান

ঠাকুরগাঁওয়ে দু্ই হাজার ৮৮০ পিস ইয়াবাসহ আটক-২