বুধবার দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলি, শিক্ষক ইয়ার হোসেন সরকার, আহসান হাবিব, জাহানারা গুলশান আরা, শাহিনুর হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আহবায়ক মোঃ আহসানুজ্জামান চঞ্চল, সদস্য সচিব মোসাদ্দেক হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সদস্য শহিন আলম, নুরুজ্জামান নয়ন, শেহেজাদ তালুকদার সাব্বির, খাদেমুল ইসলাম, গাজী সুলতান, মোঃ মোমিনুল ইসলাম, রাহি, মিনহাজ হোসেন ফাহিম, জেলা রোভার প্রতিনিধি আবিরুল ইসলাম আবির, রোভার সোহানুর প্রমুখ।
উল্লেখ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই বৃক্ষরোপন কর্মসুচী অব্যাহত থাকবে বলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আহবায়ক মোঃ আহসানুজ্জামান চঞ্চল, সদস্য সচিব মোসাদ্দেক হোসেন জানিয়েছেন।