রবিবার , ১৬ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৬, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ

বিরামপুর প্রতিনিধি\ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে যাত্রীবাহী দিনাজপুরগামী বাসের সাথে সবজি বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ীর চালক নিহত এবং নারীসহ ১২জন আহত হয়েছে। এদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর ৫জনকে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় বাসের সামনের অংশ এবং পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
রোববার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের বিজুল বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাসের চালক গোলাম রব্বানী(৩৮) দিনাজপুর বীরগঞ্জ উপজেলা কবিরাজ হাট এলাকার আব্বাস আলীর ছেলে এবং পিকআপ চালক আজাদ হোসেন ব্রাহ্মমবাড়িয়া জেলার বাসিন্দা।
আহতদের পরিচয় জানা যায়নি। আহততদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা থেকে যাত্রী ছেড়ে আসা নাবিল পরিবহন দিনাজপুর আসছিল। বিপরীত দিক থেকে সবজিবোঝাই একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিল। পথে বিরামপুরের বিজুল বাজারে অদূরে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক মারা যান। এসময় ১২জন আহত হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যান চলাচল স্বাভাবিক আছে।
এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি নিহতদের পরিবারকে ২৫হাজার টাকা এবং আহতদের জনপ্রতি ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে ফেন্সিডিলসহ শালী দুলাভাই আটক

বীরগঞ্জে চিকিৎসা শেষে ৮ শকুন অবমুক্ত

হরিপুরে পাথর কুড়াতে গিয়ে ট্রাক্টরচাপায় শিশু নিহত

বীরগঞ্জে মরহুম মোজাহার আলী স্মৃতি স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর ব্যতিক্রমী দন্ডাদেশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নদীর মাছ কিনতে কাড়াকাড়ি, ক্রেতারা বাড়ালো দাম!

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিসকার নামাজ আদায়

আউলিয়া ঘাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও অর্থিক সহায়তা

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার দেখার কেউ নেই

মাদক নিয়ে চ্যাটিং গ্রুপের অ্যাডমিন দীপিকা