দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তর আয়োজিত ৬ জুলাই-২০২৩ বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট উৎপাদনকারী সদর উপজেলার ১৭৮৬জন কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ কর্মসূচী-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাথী দাস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশরফ হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, পাট অধিদপ্তরের সিআই আশরাফি জাহারিয়া, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুরভী আকতার, সদর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নীলাম্বর বসাক প্রমুখ।