বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সফল করতে লিফলেট বিতরনসহ ব্যাপক গনসংযোগ দিনাজপুরে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা আজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৯, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা আজ (বুধবার) সফল করতে দিনাজপুরে প্রস্তুতি সভা, গণসংযোগ, লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচারনা চালিয়েছে জেলা বিএনপি। পদযাত্রায় ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছে বিএনপির নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণসহ ব্যাপক গনসংযোগ চালিয়েছে। বিভাগীয় পদযাত্রাকে কেন্দ্র অঙ্গসংগঠনগুলোতে চাঙাভাব পরিলক্ষিত হচ্ছে।
আজ বুধবার বিকাল ২টায় দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গন থেকে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা শুরু হবে। শহরের স্টেশন রোড, পৌরসভা-হাসপাতাল রোড, মুন্সিপাড়া, নিমতলা, গনেশতলা প্রদক্ষিন করে একই জায়গায় মিলিত হবে।
জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবি দল, তাতীঁ দল ও জাসাস এর আয়োজনে এই বিভাগীয় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল জানান, বিভাগীয় পদযাত্রায় রংপুর মাহানগর, সৈয়দপুর দলীয় সাংগঠনিক জেলাসহ বিভাগের ১০টি জেলার বিএনপি নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকরা এতে অংশ নিবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এর আগে মঙ্গলবার প্রচারনায় দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জেল রোড, লিলির মোড়, বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় লিফলেট বিতরণ করে পদযাত্রা সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে বিএনপির অপর একটি দল শহরের হেমায়েত আলী এলাকা, মুন্সিপাড়া, সদর হাসপাতাল মোড়, পৌরসভা মোড় ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করে।
এসব কর্মসূচিতে জেলা বিএনপি, পৌর বিএনপি, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, যুবদল স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন। অপরদিকে কৃষকদলের কেন্দ্রীয় নেতা ইনসান আলম আক্কাসের নেতৃত্বে দিনাজপুরের জেল রোড ও এর আশের এলাকায় লিফলেট বিতরণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক

এমবিএসকের শিক্ষানবিশদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন

বীরগঞ্জের আলোর পথে ফাউন্ডেশনের পক্ষ থেকে এমপি গোপালকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান

পীরগঞ্জে ছাত্রলীগের বিশেষ কর্মী সভা

যুক্তরাষ্ট্র-নিউইয়র্ক দিনাজপুর জেলা সমিতি কর্তৃক শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জের পল্লীতে বসতবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, আহত-৭

পীরগঞ্জে হতদরিদ্র ১০০ নারী-পুরুষকে কম্বল দিল শুভসংঘ

রাণীশংকৈল জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব দিনাজপুর আয়োজিত সেমিনার অন লাইফ স্টাইল মেডিসিন বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার

পঞ্চগড়ে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে নাগরিক কমিটির স্মারকলিপি