বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা কমিটির অন্তর্গত শহরের নব গঠিত কমিটির সভাপতি নুরুজ্জামান নয়ন ও সাধারণ সম্পাদক শাহ্ আলম স্বপনের নেতৃত্বে ১২ জুলাই বুধবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে। এসময় দিনাজপুর জেলা কমিটির আহŸায়ক আহসানুজ্জামান চঞ্চল, সদস্য সচিব মোসাদ্দেক হোসেন, শহর কমিটির সহ-সভাপতি মুদাচ্ছিরুল আদনান, সাংস্কৃতিক সম্পাদক লেলিন নাগ, তথ্য ও গবেষণা সম্পাদক জাফর হায়দার পুলক, নির্বাহী সদস্য তুষার কান্তি চক্রবর্তী, মোঃ মিনহাজ হোসেন ফাহিম, সাদ্দাম হোসেন উপউপস্থিত ছিলেন।
উল্লেখ্য বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, দিনাজপুর জেলা শাখার আহŸায়ক মোঃ আহসানুজ্জামান চঞ্চল জানান, পর্যায়ক্রমে দিনাজপুরের ১৩ টি উপজেলা, সরকারি কলেজ সমূহতে সাংগঠনিক কার্যক্রমকে ছড়িয়ে দেয়া হবে। বঙ্গবন্ধুর আদর্শ চর্চায় শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় বিকাশিত করতে বিভিন্ন সৃজনশীল কার্যক্রম হাতে নেয়া হবে। ইতোমধ্যে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।