ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বন্যার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জেলা মহিলালীগ ও যুবমহিলালীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আ’লীগ কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যদেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, পৌর আ’লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, যুবমহিলালীগের তাহমিনা আখতার মোল্লা।
বর্ধিত সভায় বক্তারা বলেন, নৌকা মার্কাকে বিজয়ী করতে নিজ নিজ এলাকায় ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দিতে হবে এবং নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান আ’লীগ নেতারা।
সভা শেষে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সাথে সাক্ষাত করেন আ’লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বন্যা। এসময় জেলা, উপজেলা, পৌর আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।