পরিবারকে নিয়ে অবরুদ্ধ জীবনযাপন থেকে মুক্তির দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন করলেন ঘোডাঘাট উপজেলার কৃষ্ণপুর মরিচা গ্রামের অসহায় গৃহবধু রোকসানা বেগম।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত দাবি করেন নির্যাতিত অসহায় রোকসানা বেগম। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, দিনাজপুর ঘোডাঘাট উপজেলার কৃষ্ণপুর মৌজার ১৮ নং খতিয়ান ভুক্ত ২৮৫,২৮৬ ও ২৮৭ নং দাগের মোট ১৫ শতাংশ জমি ক্রয় করে ঘরবাড়ি নির্মাণের মাধ্যমে দীর্ঘ ৫৫ বছর যাবৎ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে একন্যে বসবাস করছেন। অথচ গত ২০/০১/২০ হঠাৎ করেই প্রতিবেশী মোঃ ইব্রাহিম, মোঃ মন্টু মন্ডল অন্যায় ভাবে জোরপূর্বক আমার বসতবাড়িতে আসা-যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা প্রাচীর নির্মাণের মাধ্যমে সম্পূর্ণ বন্ধ করে দেয়। তখন থেকেই আমি ও আমার পরিবার পরিজন নিজ বাড়িতে অবরুদ্ধ জীবনযাপনে অতিকষ্টে মানবেতর জীবনযাপন করছি। এই অসহায় অবস্থা হতে পরিত্রাণ পাওয়ার আশায় প্রথমে ২ নং পালশা ইউপির চেয়ারম্যানের নিকট বিচার চাই, কিন্তু তিনি টালবাহানা করে কোনো রূপ বিচার শালিশ না করেই এই দীর্ঘ সময় পার করে দেন।
আমি সবার দ্বারে দ্বারে ঘুরে হতাশ হয়ে পড়েছি। আমি এবং আমার পরিবারের সদস্যরা ঘর হতে বের হতে পারছি না, এই সমস্যা কেউ দেখছে না। আমরা নিজ ঘরেই গৃহবন্দীর মত অবরুদ্ধ হয়ে পড়েছি কিন্তু কেউ বিচার করছে না।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জনদরদী নেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিক‘র নিকট চলাচলের রাস্তা দখলকারী ভুমিদস্যু অপরাধিদের কঠোর শাস্তি ও ন্যায় বিচার দাবী করছি। অন্যথায় আমাদের আত্বহুতি দেয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: রোস্তম আলী।