পীরগঞ্জ প্রতিনিধি ঃ জাতীয় পার্টি সাধারণ মানুষের কল্যানে কাজ করে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা ভুলার নয়। গ্রামের সাধারণ মানুষ এখনও এরশাদের নাম মনে রেখেছে। এরশাদের জন্য এখনো দেশের মানুষ দোয়া করেন। তিনি যেন ওপারে ভাল থাকেন।
হুসাইন মোহাম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তৃতাকালে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার হাফিজউদ্দীন আহমেদ এসব কথা বলেন। দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সারা দেশে জাতীয় পার্টি একটি শক্তিশালী অবস্থান আছে। জাতীয় পার্টিকে ছাড়া কোন দলই ক্ষমতায় যেতে পারবেনা। তাই বিভ্রান্ত না হয়ে দলকে আরো সুসংহত করুন।
পীরগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাহাবুব জামিল, অর্থ সম্পাদক হাসান আলী, যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু হোসেন মিস্টার, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আশরাফুল ইসলাম প্রমূখ। শেষে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম।