বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বেসরকারি সংস্থা আশার আয়োজনে তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৭ জুলাই-২০২৩) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট -০১ ও কবিরাজহাট-০২ ব্রাঞ্চ কার্যালয়ে এর আয়োজনে কবিরাজহাট ব্রাঞ্চে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রাজিউর রহমান রাজু। এ ক্যাম্পে বিকেল পর্যন্ত আশার সদস্যসহ প্রায় ১শত জন অসহায় ও দু:স্থ ব্যক্তিদের থেরাপি এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। তিনদিনে সর্বমোট ২৫০জনকে থেরাপি এবং ব্যবস্থাপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বীরগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক নয়ন চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ও কবিরাজহাট -০১ ব্রাঞ্চ ব্যবস্থাপক মো,আমজাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো,সাব্বির হাসান রয়েল,কবিরাজহাট ০ ২ ব্রাঞ্চ এর ব্যবস্থাপক মো.আনোয়ার হোসেন,সহকারী ব্যবস্থাপক মো,জিকুরুল হোসেন,বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সহ-সভাপতি বিকাশ ঘোষ, সাংগঠানিক সম্পাদক কার্তিক ব্যানার্জী, কবিরাজহাট ১ব্রাঞ্চ এর সহকারী ব্যবস্থাপক মো,ফিরোজ হোসেন, আশার ফিজিওথেরাপিস্ট চিকিৎসক ডা.শারমিন আক্তার প্রমুখ।