বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ এ স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের ও মাধ্যমিক শিক্ষা অফিসার সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়, ও বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব
মাঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনে এডি মো.ইসমাইল হোসেন। এ-সময় বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.আবু সামা মিয়া, সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,মহিলা সদস্য দীপালী ঘোষ,মোছা: ইশরাত জাহান, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও বির্তক প্রতিযোগিতা পরিচালনা করেন বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শিপু সাহা।