বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: “আসুন বেশি বেশি গাছ লাগিয়ে নিজেরাই নিজেদের অক্সিজেনের ভান্ডার গড়ে তুলি” এই শ্লোগান কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ৪০টি আদিবাসী নৃ-গোষ্ঠীদের মাঝে লেবুগাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডের
আদিবাসীপাড়া শিশু, যুব ফোরাম এবং ইম্প্যাক্ট প্লাস দলের আয়োজনে এবং বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড মিশন বাংলাদেশর সহযোগিতায় ৪০ টি পরিবারের লেবুর চারা বিতরণ করা হয় । এসময় ৯নং ওয়ার্ড কাউন্সিল তাজ উদ্দিন, বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার রবার্ট কমল সরকার,প্রোগ্রাম অফিসার সতীশ চন্দ্র রায়,
গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তাহমিনা বেগম,যুব ফোরাম, বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সভাপতি মোঃ নুরনবী ইসলাম, ধর্মীয় নেতা অলিউল্লাহ
উপস্থিত ছিলেন। বৃক্ষ বিতরনী অনুষ্ঠানে বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার রবার্ট কমল সরকার বলেন,প্রত্যেকটি বাড়িতে একটু করে লেবু গাছ থাকলে ভিটামিন সি এর অভাব দূর করা সম্ভব। তিনি আরও বলেন, গাছ আমাদের পরম বন্ধু যা গাছ থেকে আমরা বিভিন্ন রকম উপাদান পেয়ে থাকি। তিনি সকলের প্রতি গাছ লাগানোর পরামর্শ প্রদান করেন।