মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৮, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। আসন্ন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আব্দুল্লাহ আল মাসুম, হাবিপ্রবির সহকারী রেজিষ্টার সরদার ওসমান গনি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুজ্জামান,সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের দুইজন সাধারণ সম্পাদক (কালিতলা) গোলাম নবী দুলাল, (নিমতলা) মোঃ রেজাউল করিম রঞ্জু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ সভাপতি মুসতবা একরাম হাসনাঈন, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ গোলাম রাব্বানী রাসেল, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম বকুল, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সুজন রানা প্রমুখ।
উক্ত প্রস্তুতিমূলক সভায় সংবাদকর্মী, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত