মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের মত হাকিমপুর ও ঘোড়াঘাটে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের ক্লাস বর্জন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৮, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

হাকিমপুর ও ঘোড়াঘাট প্রতিনিধি \ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুরের হাকিমপুর হিলিতে দ্বিতীয় দিনের মতো চাকুরী জাতীয়করণের দাবিতে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি স্কুল শিক্ষকগণ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করায় শ্রেণী কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা।
সোমবার (১৭ জুলাই) সাড়ে ১০ টায় উপজেলার বাওনা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে গিয়ে সরজমিনে দেখা যায়, জাতীয় পতাকা লাঠির মাথায় বাতাসে দোল খাচ্ছে। খোলা রয়েছে প্রধান শিক্ষক ও শিক্ষকদের অফিস রুম। আন্দোলনের কারণে শ্রেণী কক্ষে ঝুলছে তালা।
বাওনা হাইস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক জানান, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা ও গতকাল উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ দ্বিতীয় দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠানে দাপ্তরিক কাজের জন্য অফিস খোলা থাকলেও শ্রেণীর পাঠদান ও শ্রেণী কক্ষ বন্ধ রয়েছে। আমাদের এক দফা এক দাবি। অতিদ্রুত মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) জাতীয়করন করতে হবে। আমরা জানি আমাদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। পরবর্তীতে আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দিবো।
বাওনা হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ও ইশরাত জাহান বলেন, সারা দেশে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবিতে আন্দোলন চলছে। তাই গতকাল ১৬ জুলাই দুপুরের পরে থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন এবং আজ শ্রেণি কক্ষে তালা ঝুলছে। আমরা স্কুলে এসে প্রাইভেট পড়ে বাসায় ফিরিয়ে যাচ্ছি। আমার কবে স্যারদের আন্দোলন শেষ হবে। আর আমরা আবার আমাদের সেই আনন্দময় ক্লাসে ফিরে যাবো।
শিক্ষক নেতা আবদুল কুদ্দুস বলেন, দেশে যত শিক্ষার্থী পড়াশুনা করে, তার বেশিরভাগ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়েন। কিন্তু সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই অবহেলিত। তাই অতিদ্রুত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। যদি এই দাবি মানা না হয় আগামীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক লাগাতার কর্মসূচীর পালন করা হবে।
উপজেলা শিক্ষক সমিতির নেতা গোলাম মোস্তফা কামাল বলেন, আমাদের হাকিমপুর উপজেলার ১৮ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) এর প্রধান শিক্ষকগন গতকাল ১৬ জুলাই আলোচনা সভায় ক্লাস বর্জন ও শ্রেণী কক্ষে তালা ঝুলানোর সিদ্ধান্ত গ্রহণ করায় আজ দ্বিতীয় দিনের উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন ও শ্রেণী কক্ষে তালা ঝুলছে। সেই সাথে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) থেকে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক দুই জন ঢাকার কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ গ্রহণের আজ রাতে ঢাকায় যাচ্ছি।
ঘোড়াঘাটে
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে শ্রেণী কক্ষগুলোতে গুলোতে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন করছেন শিক্ষক ও কর্মচারীরা।
সরেজমিনে দেখা গেছে, রোববার (১৬ জুলাই) সকাল থেকে পরদিন সোমবার পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষক ও কর্মচারীরা। এ সময় তারা কর্মবিরতির আন্দোলন শুরু করেন যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে উপজেলায় ২৪ টি মাধ্যমিক ও ১টি নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, আমাদের এক দফা এক দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। দাবি না মানা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলবে। আমরা দাবি আদায় করে তবেই ক্লাসে ফিরে যাবো।
অন্যদিকে হঠাৎ এ আন্দোলনে চিন্তিত অভিভাবক মহল। অভিভাবকেরা বলছেন এ আন্দোলনের কারণে আমাদের সন্তানদের পড়াশুনার অনেক ক্ষতি হয়ে যাবে। শিক্ষার্থীদের কথা চিন্তা না করে ক্লাস বন্ধ রেখে এ কেমন আন্দোলন?
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে।
এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার সাংবাদিকদের জানান, আন্দোলনের বিষয়ে তাকে মৌখিক ভাবে অবগত করা হয়েছে। অপরদিকে উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে তাকে অবগত করা হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

২০ জুন গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে ইউএনও’র প্রেস ব্রিফিং

রাণীশংকৈলে মেয়র হলেন মুস্তাফিজুর রহমান।। বিস্তারিত জানতে টাচ করুন

বীরগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত এক শ্রমিক আহত

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনায় ইউসিবি ও আইএফআইসি ব্যাংক’র শীতবস্ত্র বিতরণ

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি

নৃত্য প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সুলতান কামাল উদ্দিন বাচ্চু নৃত্য চর্চা বাঙালী সংস্কৃতির ঐতিহ্য বহন করে

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে  একই পরিবারের ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬জনের বিরুদ্ধে মামলা