সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শুধু ডাক্তার হলে হবে না ভালো মানুষ হতে হবে দিনাজপুরে ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৪, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা চিকিৎসক হতে পারতাম না। ডিসি-এসপি, মন্ত্রী, এমপি হতে পারতাম না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবাকে দ্রæত গতিতে এগিয়ে নিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দৌড়গড়ায় পৌছে দিয়েছেন। বিএনপি-জামাতের বন্ধ করে দেয়া কমিউনিটি ক্লিনিক গুলো পুনরায় চালু করেছেন।
তিনি বলেন, শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। রোগীদের মানবতার সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই মনমানষিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনুষত্যের বিকাশ না ঘটলে আপনি কখনো একজন ভাল ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদে আছেন। দেশ এগিয়ে যাচ্ছে। আর কখনো পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা মানেই উন্নয়ন। আজকে পদ্মা সেতু, মেট্রোরেলসহ সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন। বিশেষ করে মহামারি করোনাতে যেখানে মানুষ নিজের জীবনকে বাচাতে ছোটাছুটি করেছে ঠিক সেই মুহুর্তে চিকিৎসকরা করোনা রোগীর সেবা করেছেন। জীবন বাচানোর চেষ্টা করেছেন। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা মানবসেবায় স্বরণীয় হয়ে থাকবে এদেশের মানুষের কাছে।
২৩ জুলাই রোববার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের আয়োজনে ১ম বর্ষ (২০২২-২০২৩ সেশন),৩২তম ব্যাচ এর ছাত্র-ছাত্রীদের এমবিবিএস কোর্স এর ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিচুর রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, দিনাজপুর স্বাচিবের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম খান,, সাধারন সম্পাদক ডাঃ আহাদ আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ইন্টার্ন কো-অর্ডিনেটর সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান প্রমুখ। সঞ্চালনে ছিলেন ডাঃ নুরুল ইসলাম ও ডাঃ আনিকা ফারহা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ গবিন বর্মনের মৃত্যু

দিনাজপুরে ভ্যান ভাড়া করে চালক হত্যা ঘটনায় আটক-২

পীরগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রাণ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

করোনা সংক্রমণ ও ডেংগু রোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনসিসি’র র‌্যালী, লিফলেট ও মাস্ক বিতরণ

আটোয়ারীতে ব্রীজের নীচ থেকে ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে এই প্রথম জয়নাল আবেদীন মিলনায়তনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করন সম্মেলন অনুষ্ঠিত হয়

জনগণ নৌকায় ভোট দেয় বলেই উন্নয়নশীল মর্যাদা পেয়েছে বাংলাদেশ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

মা সমাবেশের আলোচনায় জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মায়ের পুষ্টিতে সফলতা অর্জন করতে হবে

হরিপুর উপজেলা আমগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাণীশংকৈলে আগামী ১৭, ২৫, ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিসভা