বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: বৃহস্পতিবার বিকাল তিন টায় শালবন মিলনায়তনে উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাকির হোসেন ধলু’রএক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান ও জেলা যুবদলের সদস্য আক্কাস।
উপজেলা যুবদল সভাপতি আসাদুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সহ-সভাপতি মেহেদি হাসান মেহেদী সাবেক কাউন্সিলর, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, শ্রমিক দল নেতা মামুন, সুজালপুর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল পর্যায়ের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুইচ গেট এলাকার নির্বাহী মাদ্রাসাতুল বানাতের জুবাইর আহম্মাদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাহারোল উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সদস্য মামুনুর রশীদ চৌধুরী মামুন বলেন, সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা রত অবস্থায় থাকায় তার রোগ মুক্তি কামনা করেন। তিনি আরও বলেন, খুব শীঘ্রই দেশে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেউ দলের শৃংখলা ভঙ্গ করবেন না, দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনা মেনে চলুন, আগামীতে দেশ পরিচালনার জন্য বিএনপি’র কর্মকান্ড গতিশীল করতে আন্তরিক থাকুন। নিজেদেরকে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে। মামুনুর রশীদ বলেন, আমাদের মানবিক নেত্রী দেশমাতা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য প্রাণ খুলে দোয়া করেন।