দিনাজপুর প্রতিনিধি \১২ জুন বিকেলে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের হল রুমে এসএসসি-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার জেমস সঞ্জীব সরকার সিএসসি, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সিআইসি, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী, কলেজ শাখার প্রভাষক সুনীল রায়, মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক সুশীলা টুডু প্রমূখ।
মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক মোঃ জুয়েল বাবু-এর উপস্থাপনায় শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আনাম, মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী অনিন্দ্য কুমার বর্মন।