বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী- ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ আগস্ট -২০২৩) সকাল ১০ টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কালী পদ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী,বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান
শুরুতে উপজেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অতিথিরা শেখ কামালের সংক্ষিপ্ত কর্ম জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলেচনা করেন।